ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

ভিবিডি-ময়মনসিংহ আয়োজন করেছে সলিউশন হান্ট-২০২৩

ভিবিডি-ময়মনসিংহ আয়োজন করেছে সলিউশন হান্ট-২০২৩

ভলান্টিয়ার ফর বাংলাদেশ ময়মনসিংহ জেলার আয়োজনে ‘Solution Hunt-2023’ শীর্ষক সামাজিক সমস্যা সমাধানমূলক প্রজেক্ট আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মোট ৭টি দল অংশ নেয়। ১১ ও ১২ আগস্ট ময়মনসিংহের শাপলা রিসোর্স সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ভিবিডি ন্যাশেনাল বোর্ডের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন, সিটি ল্যাবের প্রতিষ্ঠাতা ওয়ারেস বাবু। প্রতিযোগিতায়, প্রাথমিক আবেদন এবং একবার যাচাইয়ের পরে, ৭০ টি দলের মধ্যে ৭ টি দলকে নিয়ে  প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রত্যাকটি টিম বিভিন্ন সামাজিক সমস্যা এবং এসডিজি গোল অর্জন করার জন্যা আইডিয়া প্রধান করে। এর মধ্যে ৩ টি টিমকে তাদের আইডিয়া  বাস্তাবায়ন করার জন্য সিড ফান্ড দেওয়া হয়। অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি ও বিচারক ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ডঃ মোঃ শাহাবুদ্দিন বাদল এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান পল, ভিবিডি ন্যাশনাল বোর্ডের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন। ভিবিডি-ময়মনসিংহ জেলা সভাপতি নুর আলম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প অফিসার তানভীর আহমেদ। প্রথম দিনের অনুষ্ঠানের সময়, প্রতিযোগীরা তাদের প্রজেক্ট আইডিয়া তুলে ধরেন এবং সেরা ৩ জনকে সিড ফান্ডের জন্য নির্বাচিত করা হয়। এরপর, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক, জিল্লুর রহমান পল ‘ 4th Industrial Revolution: Nurturing Skills for Sustainable Success' শীর্ষক  একটি সেশন নেন । তারপরে সমস্ত প্রতিযোগীকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সফরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ভিবিডির সাবেক স্বেচ্ছাসেবীদের নিয়ে একটি প্যানেল আলোচনা হয়েছিল। ২য় দিনের প্রোগ্রামে "ব্র‍্যান্ড বিল্ডিং ডিজিটাললি" এর উপর সেশন নেন ব্র‍্যান্ড মার্কেটিং, বিজিনেস স্ট্র‍্যাটেজি ও কম্যুনিকেশন এক্সপার্ট তারিফ মোহাম্মদ খান।  এরপর প্রধান অতিথির উপস্থিতিতে ৩টি বিজয়ী দল টিম ব্লাডবট, টিম ইনভিন্সিবল এবং টিম প্ল্যানেট গার্ডিয়ানকে সীড ফান্দ হিসেবে ১৫ হাজার টাকা প্রদান করা হয়। মেয়র টিটু বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনে আমাদের তরুণরাই এগিয়ে আসছে। এই তরুণদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে সমাজ, এগিয়ে যাচ্ছে দেশ। এদের চিন্তাভাবনা, উদ্যমী মনোভাব আমাদেরকে অনুপ্রাণিত করে সমস্ত কাজ এ। সকলের কাজের প্রতি প্রশংসা করে সবার পাশে থাকার এবিং সহযোগী হিসেবে থাকার আশ্বাস প্রদান করেন তিনি। তিনি সেচ্চাসেবীদের করোনা মাহামারীর সময়ের অবদানের কথা মনে করে বলেন, সেচ্ছাসেবীরা কতটা কাজে এসেছে আমরা করোনা মহামারীর সময় দেখতে পেয়েছি। বর্তমানে আমাদের সমাজের অন্যতম সমস্যা ডেঙ্গুর নিয়ে আমাদের সকল সেচ্ছাসেবীদের এই বিষয়ে সচেতনরা তৈরিতে কাজ করতে হবে । এছাড়াও মেয়র তার বক্তব্যে সেচ্চাসেবীদের কাজের প্রসংশা করেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের সাধুবাদ জানান। সহযোগী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস বলেন, তরুণরাই দেশের স্বাধীনতা এনেছে, তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আর তরুণরা চাইলে দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে। ভিবিডি-ময়মনসিংহ জেলার প্রজেক্ট অফিসার তানভীর আহমেদ বলেন, এই প্রতিযোগিতাটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি্যগীরা অংশ গ্রহন করেছে। আমরা চেষ্টা করেছি অভিযোগ করার জায়গা থেকে বের হয়ে সমাধান মুখী চেন্তায় তরুনদের উৎসাহিত  করতে ।  দেশের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে।