
গত ২১ জুলাই ২০২৩, (শুক্রবার) সন্ধ্যা ৭:৩০টা থেকে উত্তর বঙ্গের সর্ব বৃহৎ শীতাতপ নিয়ন্ত্রিত শপিংমল আরএএমসি শপিং কমপ্লেক্সের ঈদ পরবর্তী র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএএমসি শপিং কমপ্লেক্সের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, জনাব মো:জয়নাল আবেদীন, সদস্য সচিব জানাব নাহিদ রানা রাহি, জনাব মঞ্জুর আহমেদ আজাদ (বিশিষ্ট ব্যবসায়ী), তানবীর হোসেন আশরাফী (বিশিষ্ট সমাজ সেবক), তৌহিদ হোসেন (পর পর ৫ বছরের সেরা করদাতা) এবং নির্বাহী সদস্য কাজী মো: আশিকুর রহমান (প্রো:মৌসুমী কসমেটিক্স) সহ আরও অনেকে। সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্লোজ আপ তারকা বাপ্পি, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী মাহমুদা আক্তার মিতুসহ আরও অনেকে গান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। উক্ত র্যাফেল ড্র অনুষ্ঠানে প্রথম পুরষ্কার Suzuki GSXR 150cc বিজয়ী হন জনাব মো: রমজান আলী। তথ্য সুত্রে জানা যায়, রমজান আলী আরএএমসি শপিং কমপ্লেক্সের "মৌসুমী কসমেটিক্স" দোকান থেকে একটি খেলনা ক্রয় করেন। ফলে তিনি একটি টিকেট প্রাপ্ত হয়। যার ফলে প্রথম পুরষ্কার জয় লাভ করেন। দ্বিতীয় পুরষ্কার 'ফ্রিজ' জয় করেন পঞ্চগড় এর জাকি, তৃতীয় পুরষ্কার স্মার্ট টিভি জয় লাভ করেন মো: হাসান। এছাড়া ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, মোবাইল, মাইক্রোওভেন, রাইস কুকার সহ সর্বমোট ২৫টি পুরস্কার প্রদান করেন আরএএমসি শপিং কমপ্লেক্সে কর্তৃপক্ষ।