ঈদে সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফুটালো প্রথমআলো বন্ধুসভা
গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ি এলাকায় শুক্রবার বিকালে বন্ধুসভার সহমর্মিতার ঈদ কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রঙিন জামা তুলে দেয়া হয়।
ছয় বছর বয়সে বাবা হারায় মিরাজ হোসেন (০৯)। মা অন্যের বাড়িতে পরিচালিকার কাজ করেন। গাইবান্ধা শহরের খোলাবাড়ি এলাকার ছোট একটি কুড়ে ঘরে তাদের বসবাস। নতুন রঙিন জামা কেনা সব ঈদের আগে তার মায়ের পক্ষে সম্ভব হয় না। তাই এ বছর ঈদের আগে ভাগেই প্রথম আলো বন্ধুসভা থেকে রঙিন জামা পেয়ে মিরাজ ভীষণ খুশি।
গাইবান্ধা বন্ধুসভার উপদেষ্টা শাহাবুল শাহীন বলেন, এই সহমর্মিতার ঈদ উপহারের মাধ্যমে সকল মানুষের ভিতর একটি সংযুক্তি এবং এই সহযোগিতার মাধ্যমে অসহায় শিশুদের আনন্দ ভাগ করে নেওয়া এক বড় আনন্দের বিষয়। বন্ধুসভা সবসময় ভালো কাজের চর্চা অব্যাহত রাখার প্রত্যয় করে।
শুধু মিরাজ না; তার মত দরিদ্র সুবিধাবঞ্চিত ২৫ জন শিশুর হাতে নতুন রঙিন জামা তুলে দিয়েছেন গাইবান্ধা বন্ধুসভার সদস্যরা। মাপ অনুযায়ী আগে থেকেই প্রত্যেক নামে নামে প্যাকেট করে রাখা পোশাক তাদের হাতে তুলে দেওয়া হয়। পরে শিশুদের মাঝে চকলেটও বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা বন্ধুসভার সভাপতি ইমরান মাসুদ, সহ-সভাপতি জিসান মাহমুদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক হাসান ইমাম, স্বাস্থ্য ও ক্রিয়াসম্পাদক, মোশারাফ হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রহিম রাফি, সদস্য হোসাইন মিয়া ও আলামিন শেখ।