ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

হাথুরুসিংহে কে আর রাখা হবে কি না সিদ্ধান্ত পরবর্তী বোর্ড সভায়

হাথুরুসিংহে কে আর রাখা হবে কি না সিদ্ধান্ত পরবর্তী বোর্ড সভায়

বাংলাদেশ ক্রিকেটের বিতর্কিত কোচ চান্ডিকা হাতুরুসিংহে

বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ খেলেছে ভারতে, মাত্র দুইটি ম্যাচে জয় পেয়েছে। বড় দলগুলোর নিকট বাজে ভাবে হারলেও সবচেয়ে বেশি দৃষ্টিকটু ছিল নেদারল্যান্ডের সাথে অসহায় আত্মসমর্পণ যা দর্শক, বোর্ড কর্মকর্তা থেকে শুরু করে সাবেক খেলোয়াড় কেও মেনে নিতে পারেনি, আর তাই এমন বাজে একটা বিশ্বকাপের পরেও হাতুরুসিংকে কোচ হিসাবে রাখা হবে কি না তা নিয়ে বড় একটা প্রশ্ন থেকেই যায়।

বাছাই পর্বের টেবিলে বাংলাদেশের অবস্থান ছিল তিন নাম্বারে, আর সেই দল বিশ্বকাপের ভরাডুবিতে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার যোগ্যতাও হারাতে বসেছিল।

বাংলাদেশের হেড কোচের চেয়ারটা বেশ আলোচনায় থাকে সবসময়ই, ২০১৯ বিশ্বকাপে দল হারলেও বিশ্বকাপ ব্যার্থতায় তৎকালীন হেড কোচ স্টিভ রোডস কে বিদায় করে বিসিবি। হারলেও বড় দলগুলোকে সব ম্যাচেই প্রেশারে রেখেছিল এবং অনেক লড়াকু খেলা উপহার দিয়েছিল সেবার বাংলাদেশ। কিন্তু বেচারা ভদ্রলোক স্টিভ রোডস বাংলাদেশে স্থায়ী হতে পারেনি। কেন তাকে বাংলাদেশের হেড কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে এখনো তিনি কিছু জানেন না বলে গত বিপিএলে কুমিল্লার হয়ে কোচিং করাতে এসে জানিয়েছিলেন।

এরপর রাসেল ডোমিং অধ্যায়, কোচ হিসাবে সদা হাস্যজ্জল এই ব্যাক্তি বাংলাদেশের একাডেমির দায়িক্ত নিতে এসে পেয়ে জান হেড কোচের দায়িক্ত। তার সময়টা বেশ বিতর্কিত থাকলেও রেজাল্ট তার পক্ষেই কথা বলবে, তার সময়েই বাংলদেশ আফ্রিকার মাটিতেই আফ্রিকাকে হারিয়ে সিরিজ জেতে। বাংলাদেশের ইতিহাসের সেরা টেস্ট জয় নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মটিতেই সেটাও রাসেল ডোমিঙ্গের আমলেই কিন্তু নানান বিতর্কে রাসেল ডোমিঙ্গও থাকতে পারেনি বাংলাদেশে।

টি২০ বিশ্বকাপে রাসেল ডোমিংকে সরিয়ে ভারতীয় শ্রীরাম কে দায়িক্ত দেওয়া হয় টেকনিক্যাল কন্সালটেন্স হিসাবে, বিশকাপের পর তার সাথে চুক্তি নবায়ন করার থাকলেও কোন এক অজানা কারনে তার সাথে চুক্তি নবায়ন হয়নি। যদিও পরে জানা যায় হাতুরুর সহকারী কোচ হতে তাকে প্রস্তাব দেওয়া হলেও তিনি রাজি হয়নি।

হাতুরু দায়িক্ত নেওয়ার পরে আয়ারল্যান্ডের সাথে ঘরে এবং আয়ারল্যান্ডের মাটিতে বাংলদেশ সিরিজ জিতলেও এর পর থেকেই শুরু হয় হারের ধস, এই হারের চক্র থেকে বাংলদেশ এখন বের হতে পারেনি। ঘরের মাটিতে ইংল্যান্ড, আফগানস্থান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই তে সিরিজ হারে বাংলাদেশ।

দেশে দেশের বাইরে এবং বিশ্বকাপের ভরাডুবির কারন হিসাবে হাতুরুর একক ক্ষমতায়ন এবং স্বেচ্ছাচারীয় সিদ্ধান্তকে দায়ি করছে সবাই, এছাড়াও বড় অসস্থির কারন দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এবং অনান্য কোচদের সাথেও বিবাদে জড়িয়েছেন হাতুরুসিংহে। তার কারনে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশের পেস বোলিং কোচ আলান ডোলান্ড, তারই স্ব-দেশী রঙ্গনা হেরাত এবং ভিডিও এনালিস্ট চন্দ্র সেখর।

বিসিবি বস নাজমুল হাসান পাপনের একক সিদ্ধান্তেই নিয়েগ পেয়েছিলেন হাতুরুসিংহে, তাই তিনি নিজেও বেশি চাপে আছেন, পরবর্তী বোর্ড সভায় তার ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছেন। তবে তার দেওয়া চুক্তির গ্যাঁড়াকলে পড়ে তাকে ২৪সাল পর্যন্ত হয়ত রেখে দিতেই হবে বিসিবি কে না হলে বড় অংকের ক্ষতিপূরণ দিয়ে তাকে বিদায় করতে হবে।