ঢাকা   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

আবারো নির্বাচন হলেই সাকিবই জিতবেন বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সাকিব

আবারো নির্বাচন হলেই সাকিবই জিতবেন বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সাকিব

সাকিবের নতুন চ্যালেঞ্জ

মাগুরা থেকে প্রথমবার আওয়ামীলীগের হয়ে জাতীয় সংসদ নির্বাচন করেই বাজিমাত করেন, হয়েও যান সংসদ সদস্য। গত বছরের জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন হয় আওয়ামীলীগ সরকারের। সংসদ ভেঙে যাওয়ায় সাকিবের রাজনৈতিক ক্যারিয়ার থেমে যায় ওখানেই। মাত্র ০৬ মাস স্থায়ী হয় সাকিবের রাজনৈতিক ক্যারিয়ার।

এরপর নানা পট পরিবর্তন, বাক বদলে সাকিব দেশের মাটিতে ফিরতে পারেননি। হত্যা মামলা, শেয়ার বাজারের অনিয়মে মামলা, গ্রেফতারি পরোয়ানা জারির মতোও ঘটনা ঘটেছে সাকিবের জীবনে। এসবের সূত্রপাত তার রাজনৈতিক পরিচয়ের কারণেই। তবে সাকিব মনে করেন, তার রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভুল ছিল না। ভবিষ্যতে নির্বাচনে অংশ নিলে তিনিই জিতবেন এমনটাই বিশ্বাস করেন। সম্প্রতি ইংরেজি দৈনিক ডেইলি সানকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সাকিবের বিশ্বাস আবারও নির্বাচনে দাঁড়ালে তিনিই জিতবেন, অনেকে বলতে পারে আমার রাজনীতিতে আসার সিদ্ধান্ত সঠিক ছিল না। কিন্তু যারা এসব বলছে, তাদের বেশির ভাগই আমার এলাকার ভোটার নয়। মাগুরার ভোটাররা ভিন্নভাবে চিন্তা করে। আমি এখনো বিশ্বাস করি, যদি আজ আবার নির্বাচনে অংশ নিই, তবে মাগুরার মানুষ আমাকেই আবার ভোট দেবে। কারণ, তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারব। এটা আমার বিশ্বাস এবং আমি এ জন্যই রাজনীতিতে এসেছি।

সাকিব আরও বলেঃ দেখুন, ব্যাপারটা হলো, রাজনীতিতে যোগ দেওয়া যদি আমার জন্য ভুল হয়ে থাকে, তবে ভবিষ্যতে যে কেউ রাজনীতিতে যোগ দিলে সেটাও ভুলই হবে। ডাক্তার, ব্যারিস্টার, ব্যবসায়ী যে কেউ রাজনীতিতে যোগ দিলেই ভুল হতে পারে। রাজনীতিতে যোগ দেওয়া যেকোনো নাগরিকের অধিকার এবং যে কেউ তা করতে পারে। মানুষ আপনাকে ভোট দেবে কি দেবে না, সেটা তাদের ব্যাপার। আমি যখন যোগ দিয়েছিলাম, তখন আমি সঠিক ছিলাম বলে মনে করি এবং আমি এখনো বিশ্বাস করি যে, আমি সঠিক ছিলাম। কারণ, আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। আমি অনুভব করেছি, আমি তাদের জন্য কিছু করতে পারি। আমি এটাও অনুভব করেছি যে, মাগুরার মানুষ আমাকে চেয়েছিল।