
আজ রবিবার (৩০ মে) জার্মানীতে বসে জুমের মাধ্যমে "অনলাইন সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা" নিয়ে উন্মুক্ত ক্লাস নিয়েছেন ডয়েচে ভেলের বাংলা বিভাগের প্রধান, খালেদ মুহিউদ্দীন। বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে শুরু হয় ক্লাসটি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অনলাইন সাংবাদিকতা কোর্সের পাঠদানের অংশ হিসেবে ক্লাসটি পরিচালনা করেন খালেদ মুহিউদ্দীন। সঞ্চালনায় ছিলেন উজ্জ্বল মন্ডল ও শিবলী নোমান।
ভার্চুয়াল ক্লাসটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশা-পাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংবাদকর্মী যুক্ত হোন। সবার প্রশ্ন ও মন্তব্য করার সুযোগ থাকায় অনেকের প্রশ্নোত্তর ও মন্তব্য নিয়ে আলোচনা করেন তিনি। প্রশ্নোত্তরে তিনি বলেন, অনলাইন সাংবাদিকতার জন্য সম্পাদকীয় নীতিমালা দ্বিগুণ গুরুত্বপূর্ন। অন্য প্রশ্নোত্তরে তিনি বলেন, আপনি যে কোন সাবজেক্টে থেকে সাংবাদিকতায় আসতে পারেন, তবে ডেডিকেশন থাকা বাঞ্চনীয়। তিনি আরো বলেন, কোন সার্টিফিকেট শুধুমাত্র কোন পেশার মানদন্ড হতে পারে না।
এর আগে খালেদ মুহিউদ্দীন নিজেই তাঁর ফেসবুক আইডিতে বিষয়টি নিয়ে একটি পোস্ট করেন। তিনি লিখেছিলেন, ‘২০১৪ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমাদের কৃতী অধ্যাপক উজ্জ্বল মণ্ডলের প্রস্তাবনায় জার্মানিতে আসার আগে পর্যন্ত সেখানে পড়িয়েছি আমি।’
