
আজ বৃহস্পতিবার সকালে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থী অধ্যাপক তাজুল ইসলাম বকুলের বাড়ীতে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, কুপতলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কুপতলা ইউনিয়ন আওয়ামীলীগ শাখার সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম,সহসভাপতি সাজু মিয়া, সাধারন সম্পাদক ও কুপতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, ডাক্তার ছাইদুর রহমান, গোলাম মোস্তফা মঞ্জুসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীগন।
সভায় বক্তারা দলমত নির্বিশেষে বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে নৌকার প্রার্থী সৎ,নির্ভিক জনবান্ধব নেতৃত্বের অধিকারী অধ্যক্ষ তাজুল ইসলাম বকুলকে ভোট দিয়ে একটি কুপতলা ইউনিয়নকে রোল মডেল গড়ার আহবান জানান।