ঢাকা   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২, ১২ জ্বিলকদ ১৪৪৬

অভিনেত্রী শিমুর স্মরণে মিশা-জায়েদ প্যানেলের মিলাদ মাহফিল

বিনোদন

প্রকাশিত: ০৮:৫৪, ২০ জানুয়ারি ২০২২

আপডেট: ০৮:৫৪, ২০ জানুয়ারি ২০২২

অভিনেত্রী শিমুর স্মরণে মিশা-জায়েদ প্যানেলের মিলাদ মাহফিল

অভিনেত্রী শিমু সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন ১৯৯৮ সালে। তিনি বহু নাটকেও কাজ করেছেন। রঙিন সেই জীবনের ইতি ঘটলো করুণ মৃত্যুর মধ্য দিয়ে। স্বামীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন অভিনেত্রী রাইমা ইসলাম শিমু। তার মৃত্যুতে শোক নেমেছে চলচ্চিত্র অঙ্গনে। এদিকে তার মৃত্যুকে কেন্দ্র করে বেশ আলোচনা চলছে শিল্পী সমিতির নির্বাচনে। ১৯ জানুয়ারি বুধবার সন্ধ্যার পর এফডিসিতে দেখা গেল শিমুর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন। তার আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন মিশা-জায়েদ প্যানেলের প্রার্থীরা৷ সেখানে উপস্থিত ছিলেন শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন। মিলাদ শেষে তিনি বোনকে নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন৷ এসময় সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান ও উপস্থিত শিল্পীরা তাকে সান্ত্বনা দেন। সবার কাছে মৃত বোনের জন্য দোয়া চান খোকন।