ঢাকা   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২, ১২ জ্বিলকদ ১৪৪৬

মুক্তির অনুমতি পেল মিলন-শিরিন শিলার জুটির ‘নদীর জলে শাপলা ভাসে’

বিনোদন

প্রকাশিত: ১০:১৮, ২৫ জানুয়ারি ২০২২

আপডেট: ১০:১৮, ২৫ জানুয়ারি ২০২২

মুক্তির অনুমতি পেল মিলন-শিরিন শিলার জুটির ‘নদীর জলে শাপলা ভাসে’

অনুমতি পেল আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা অভিনীত ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমা। রোববার (২৩ জানুয়ারি) সিনেমাটি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে সেন্সরপত্র পায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করছেন সিনেমার পরিচালক মেহেদী হাসান। তিনি বলেন, গ্রামীণ পটভূমি নিয়ে সিনেমার কাহিনি তৈরি করা হয়েছে। আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ভালো অভিনয় করেছেন। বর্তমান সময়ে দর্শক যে ধরনের সিনেমা দেখতে চায় তাদের চাহিদা অনুযায়ী এ সিনেমাটি নির্মাণ করেছি। বিনাকর্তনে সেন্সর পাওয়ায় এ ছবির অভিনেতা মিলন বলেন, একটি সুস্থ সিনেমা যা আমরা প্রত্যাশা করি আমার অভিনীত নদীর জলে শাপলা ভাসে সিনেমাটি ঠিক তেমনই একটি ফিল্ম। ধন্যবাদ বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সব সদস্যকে। শিরিন শিলা বলেন, একটি হৃদয়বিদারক গল্প। অনেক দিন ধরেই এ রকম একটি গল্প খুঁজছিলাম। আমার বিশ্বাস প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেলে গল্প ও অভিনয়ে সবার হৃদয় ছুঁয়ে যাবে। আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ছাড়াও ছবিতে আরও অভিনয় করছেন বড়দা মিঠু, রেবেকা রউফ, সব্রত, আসমা ঝিলিক, মাইশা প্রমুখ।