
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে পাঁচ দিনের ওভাল টেস্ট খেলা হয়েছে তিন দিনে। তাই এই টেস্টেও ফলাফল দেখবে টেস্ট ক্রিকেট এমনটি ভাবাও ছিল অকল্পনীয়। কিন্তু উড়তে থেকে বেন স্টোকসের দলের দারুণ নৈপুণ্যে তিন দিনের খেলাতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় আদায় করে নিয়েছে ইংল্যান্ড।
https://twitter.com/englandcricket/status/1569288531637420034?s=20&t=BS7cNLGvLigD8Y66lcCTbA
ওভালে বৃষ্টি বাধায় প্রথম দুই দিন খেলা বন্ধ ছিল কিন্তু তৃতীয় দিন খেলা শুরুর পর দুই দলের ১৭টি উইকেট পড়েছে । ইংলিশ বোলিং তোপের মুখে পড়ে ১১৮ রানেই প্রথম ইনিংসে সবগুলো উইকেট হারায় দক্ষিন আফ্রিকা। বলার মত প্রতিরোধ কেও গড়ে তুলতে পারেনি। প্রথম ইনিংসে সবগুলো উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে লিড নেয় স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসেও দক্ষিন আফ্রিক ঘুরে দাড়াতে পারেনি ১৬৯ রানে সবগুলো উইকেট হারিয়ে ফেললে তখনি হার দেখতে শুরু করে দক্ষিন আফ্রিকা।
পঞ্চম দিনে কেবল জয়ের আনুষ্ঠানিকতাটুকুই সেরেছে ইংলিশরা।লো স্কোরিং এই ম্যাচে প্রোটিয়াদের দেওয়া ১৩০ রানের লক্ষ্য মনে হচ্ছিল বিশাল। তবে সব শঙ্কা উড়িয়ে দুই ওপেনারই জয়ের ভিত গড়ে দেন ইংলিশদের। ৯৭ রানে চতুর্থ দিন শেষ করেন তারা। আর শেষ দিনে ৫.৩ ওভার খেলেই জয় নিশ্চিত করেন স্বাগতিকেরা।
লর্ডসে প্রথম টেস্টে ইনিংস ও ১২ রানে জিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল দক্ষিণ আফ্রিকা। তবে ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৮৫ রানে হেরে যায় তারা। সিরিজ নির্ধারণী ওভাল টেস্টে মাত্র তিন দিনের খেলাতেও শেষ পর্যন্ত হার এড়াতে পারল না তারা। ২-১ ব্যবধানে হারাতে হলো সিরিজও।