
চলন্ত ট্রেনে গ্যাস জ্বালিয়ে রান্না! যাত্রীর নির্বুদ্ধিতায় আগুন লেগে গেল দুটি কামরায়। প্রাণ গেল ১০ জনের। মর্মান্তিক ওই দুর্ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ে। শনিবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। ভারতের রেল সূত্রের খবর, আইআরসিটিসির বিশেষ ট্রেন ভারত গৌরব এক্সপ্রেসে দুর্ঘটনাটি ঘটেছে। উত্তরপ্রদেশের লখনউ থেকে ওই বিশেষ ট্রেনটি রামেশ্বরম যাচ্ছিল। ওই বিশেষ ট্রেনে উত্তরপ্রদেশের বহু তীর্থযাত্রী ছিলেন। মাদুরাই স্টেশনের এক কিলোমিটার আগে কারশেডের কাছে ট্রেনটি দাঁড়িয়েছিল। তখনই ট্রেনটির একটি কামরায় আগুন লেগে যায়। ক্রমে ওই আগুন ছড়িয়ে পড়ে পাশের কামরাতেও। এদিকে আগুন লাগার পরই খবর দেয়া হয় দমকলে। দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। জানা গিয়েছে, ওই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। সূত্রের খবর, রেলের প্রাথমিক তদন্তে উঠে এসেছে চলন্ত ট্রেনের ভিতরেই কোনো যাত্রী গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করছিলেন। তাতেই বিপত্তি বাধে। সেই গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লাগে। যা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন পুরো কামরায় ছড়িয়ে পড়ার আগে অবশ্য বেশিরভাগ যাত্রী অন্য কামরায় পৌঁছে যায়। কিন্তু বয়স্করা অগ্নিদগ্ধ কামরা ছাড়তে পারেনি। মৃতদের বেশিরভাগই বয়স্ক যাত্রী।