
রাজবাড়ীতে অভিযানের তৃতীয় দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে ১২ জেলেকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়।
এ সময় রাজবাড়ীর সদর উপজেলার আটক ৮ জন জেলেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিন করে জেল দেওয়া হয়।
অন্যদিকে পাংশায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৪ জন জেলেকে আটক করে প্রত্যেকে ২ হাজার করে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান, পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদসহ আনসার ভিডিপি, পুলিশ ও সংশ্লিষ্টরা।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, অভিযানের তৃতীয় দিন সকাল থেকে বিকেল পর্যন্ত ইলিশ ধরার দায়ে সদরে ৮ ও পাংশায় ৪ জন জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে। অনেককে সতর্কও করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।