ঢাকা   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৭

সুন্দরগঞ্জে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

জাতীয়

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৩, ১ ফেব্রুয়ারি ২০২৪

সুন্দরগঞ্জে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

সুন্দরগঞ্জে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মাস্টারপাড়া এলাকায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া আবদুল মোত্তালেব (৮১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার  ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। বৃদ্ধর বাড়ি সুন্দরগঞ্জ পৌরসভার মাস্টারপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আবদুস সালামের ছেলে।

বৃদ্ধার এক আত্মীয় জানান, আবদুল মোত্তালেব গত ২৫ জানুয়ারি নিজ বাড়িতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। পরে তাঁকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তিনি মারা যান।

জনপ্রিয়