সাকিব আল হাসান
চোটের কারণে সাকিব ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলেননি। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন তিনি যদি ফিট থাকেন অবশ্যই আজকের ম্যাচে তিনি খেলাবেন। আজকের ম্যাচ বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, চার ম্যাচের তিনটিতে জিতেই উড়ন্ত ফর্মে রয়েছে মার্করামের দল।
এদিকে চার ম্যাচের মধ্যে তিনটি হেরে বাংলাদেশের অবস্থান তলানির দিকে এবং চোট থাকায় গত ম্যাচে খেলতে পারেনি তাসকিন এবং সাকিব।সংবাদ সম্মেলনে মার্করামকে এটি মনে করিয়ে দিয়ে এক সাংবাদিক বলেন-আজও সাকিবের খেলবে কি না তা এখনো অনিশ্চিত, বিষয়টি তিনি কিভাবে দেখাছেন ?
মার্করাম এ প্রশ্নের উত্তরে যা বলেছেন, সাকিব খেলুন আর না খেলুন, বাংলাদেশের অধিনায়ককে ঠেকাতে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রাখবে দক্ষিণ আফ্রিকা। মার্করাম বলেন ‘আমি মনে করি, সে খেলুক আর না খেলুক, সাকিবকে আটকানোর জন্য আমাদের হোমওয়ার্ক করে রাখতে হবে। তাদের দলের সমন্বয় কী হয়, সেটা পরে দেখা যাবে। কিন্তু আপনাকে সব প্রস্তুতিই সেরে রাখতে হবে।’
২০১৯ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচেই সাউথ আফ্রিকাকে বড় ব্যবাধানে হারিয়ে বাংলাদেশ বিশ্বকাপ অভিযান শুরু করেছিল, সর্বশেষ মুখোমুখি দেখায় জয়ের পাল্লা বাংলাদেশের দিকেই ভারি কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম ভাবাচ্ছে সবাইকে।