ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

নতুন দল নিয়ে রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারালো ভারত

নতুন দল নিয়ে রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারালো ভারত

ভারতের নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব

বিশ্বকাপের রেশ এখনো পুরোপুরি কাটেনি, ইন্ডিয়ার হারের খত এখনো ভালোভবে সেরে উঠেনি কিন্তু তার মধ্যেই শুরু হয়েছে অস্ট্রেলিয়ার সাথে টি-টুয়েন্টি সিরিজ। বিশ্বকাপ পরবর্তী নতুন এক ভারতীয় দল দেখল ক্রিকেট বিশ্ব, নতুনের জয়গান এবং পুরাতনদের সরিয়ে দেওয়া হয়েছে এই দল থেকে।   

ভারতের নতুন টি-টুয়েন্টি অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে সূর্যকুমার যাদব কে, নতুন এই দলে নেই ভিরাট এবং রোহিত। নতুন অধিনায়কের অধীনে প্রথম টি-টুয়েন্টি ম্যাচেই রান তাড়ার রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারালো ভারত, আর তার সামনে থেকে নেতৃত্ব দিলেন নতুন অধিনায়ক।  

প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ২০৮ রান, এই রান তাড়া করে উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ভারত। স্বীকৃত টি-টুয়েন্টিতে ভারতের এটাই সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। এর আগে ২০১৯ সালে হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের ২০৭ রান তাড়া করে জিতেছিল ভারত।

জশ ইংলিসের ৫০ বলে ১১০ রানের ঝোড়ো ইনিংস ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ২০৮ রান। মাত্র ২৯ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতকের দেখা পান জস ইংলিস। জস ইনিংসের পরের অংশে ব্যাটিং করেন আরও ঝোড়ো গতিতে, আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম শতক পূর্ণ করেন মাত্র ৪৭ বলেই।

ভারতের মাটিতে দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে তিন অঙ্কের দেখা পেলেন জস ইংলিশ, যাতে ১১টি চারের সঙ্গে মেরেছেন ৮টি ছক্কা, এর আগে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে প্রথম শতক দেখেছিল অস্ট্রেলিয়া, অপর প্রান্তের সঙ্গী স্টিভ স্মিথের সাথে ইংলিসের সঙ্গে ছন্দ ঠিকঠাক না মিললেও, পরের দিকে সেটি পুষিয়ে দিয়ে ৪০ বলে করেন অর্ধশতক।

ভারতের জয়ের নায়ক অবশ্য নতুন অধিনায়ক সূর্যকুমার। ৪২ বলে ৮০ রানের ইনিংস খেলেছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক। ৯টি চার ৪টি ছক্কা মেরে সূর্যকুমার যখন আউট হয় ভারতের স্কোর তখন ১৭. ওভারে উইকেটে ১৯৪, সেখানে ১৪ বলে ১৫ রানের সমীকরণ মেলাতে শেষ বল পর্যন্ত খেলতে হয়েছে তাদের।

ভারতের শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল মাত্র রান, হাতে ছিল উইকেট। প্রথম বলে চার মেরে সমীকরণ সহজ করেন রিংকু সিং। পরের বলে ১টি বাই রান আসার পর ভারতের দরকার শেষ বলে রান। এরপর নাটকীয় ভাবে টানা তিন বলে উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে ভারত।

শেষ বলে যখন রানের দরকার তখন রানআউট হয়ে যায় অর্শদীপ সিংও। তবে আউটের আগে স্ট্রাইক বলদে স্ট্রাইক পেয়ে যান রিংকু, স্ট্রাইক পেয়েই শেষ বলে ছক্কাই মেরে দিলেন তিনি। তবে ছক্কার রান যোগ হওয়ার আগেই নো বলের কারনে ম্যাচ জিতে যায় ভারত।

সম্পর্কিত বিষয়: