ঢাকা   রোববার ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২, ১৮ জ্বিলহজ্জ ১৪৪৬

গাইবান্ধার

কামারজানীতে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

খেলাধুলা

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ০০:১৫, ১২ এপ্রিল ২০২৪

কামারজানীতে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কামারজানীতে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

গাইবান্ধা সদর উপজেলার কামারজানীতে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।ব্রাদারহুড অফ কামারজানি'র আয়োজনে কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত টুর্নামেন্টেটি অনুষ্ঠিত হয়।

ব্রাদারহুড অফ কামারজানি'র সভাপতি জনাব মোঃ রায়হান সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জনাব মোঃ শওকত আলী মিতু, উপ-সহকারী প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা।

অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ফারুকুল ইসলাম ফারুক। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ মমিন মিয়া, সাধারণ সম্পাদক, ব্রাদারহুড অফ কামারজানি।

সংক্ষিপ্ত বক্তব্য দেন জনাব মোঃ সুলতান মাহমুদ, ডেপুটি এ্যাসিস্টেন্ড ডিরেক্টর (ডি.এ.ডি) র‍্যাব, হেট. ইন্টেলিজেন্স উইং, ঢাকা। জনাব ডাঃ উত্তম কুমার দেবগুপ্ত, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, গিদারী, গাইবান্ধা। জনাব এ. এইচ.এম রাশেদুল ইসলাম আল আমিন, এফ. এ. ভিপি ও শাখা প্রধান ইসলামী ব্যাংক বাংলাদেশ পি.এল.সি. ধাপশাখা, রংপুর। এতে ১০টি দল অংশ নেবে।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ব্যাচ ক্রিকেট দলকে ১ রানে হারিয়ে কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২০ব্যাচ ক্রিকেট দল বিজয়ী হয়।

জনপ্রিয়