ঢাকা   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৭

টানা দুই সিরিজ হেরে দেশে ফিরছে বাংলদেশে ক্রিকেট দল

খেলাধুলা

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৭, ৩ জুন ২০২৫

আপডেট: ০২:২৮, ৪ জুন ২০২৫

টানা দুই সিরিজ হেরে দেশে ফিরছে বাংলদেশে ক্রিকেট দল

টানা দুই সিরিজ হেরে ক্লান্ত বাংলাদেশ ক্রিকেট দল

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে সিরিজ হারের দুঃস্মৃতি নিয়ে দুই গ্রুপে বিভক্ত হয়ে আজ দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম গ্রুপটি বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছেছে। প্রথম গ্রুপ ফেরার ছয় ঘণ্টা পর ঢাকায় ফিরবে দ্বিতীয় গ্রুপটি।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথমে সংযুক্ত আরব আমিরাত সফরে যায় বাংলাদেশ। পরবর্তীতে সিরিজটি তিন ম্যাচে রূপ নেয়। জয় দিয়ে সিরিজ শুরু করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। প্রথমবারের মত আরব আমিরাতের কাছে কোন দ্বিপাক্ষিক সিরিজ হারল টাইগাররা। 

আরব আমিরাত সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যায় বাংলাদেশ দল। কিন্তু পাকিস্তানের বিপক্ষেও নিজেদের সেরা পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৩৭ ও ৫৭ রানে হারে টাইগাররা। শেষ ম্যাচ ৭ উইকেটে হেরে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। 

এ মাসেই শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ দল। তার আগে ঈদের বিরতিতে ছুটি কাটাবেন ক্রিকেটাররা। আসন্ন লংকান সফরে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

জনপ্রিয়