ঢাকা   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৭

বাংলাদেশ সিরিজে ভারতীয় দলের দায়িত্ব নিবেন মরকেল

খেলাধুলা

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮, ১৪ আগস্ট ২০২৪

আপডেট: ২০:৫৯, ১৪ আগস্ট ২০২৪

বাংলাদেশ সিরিজে ভারতীয় দলের দায়িত্ব নিবেন মরকেল

ভারতীয় দলের দায়িত্ব নিতে প্রস্তুত মরকেল

বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদন অনুযায়ী, ভারতের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার মরনে মরকেলকে। বিস্তারিত না জানালেও মরকেলের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জয় শাহ।

২০২১ সাল পর্যন্ত স্বীকৃত ক্রিকেট খেলেছেন মরকেল, এর আগে বাংলাদেশের খণ্ডকালীন কোচ হিসাবে দক্ষিন আফ্রিকা সিরিজে প্রথমবারের মত কোন জাতীয় দলের সাথে কাজ করেন মরকেল। সর্বশেষ ২০২৩ বিশ্বকাপেও পাকিস্তানের বোলিং কোচ ছিলেন।

গৌতম গম্ভীর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে বোলিং কোচ হিসেবে মরকেলের নাম প্রস্তাব করেছিলেন। ৫৪৪টি আন্তর্জাতিক উইকেটের মালিক মরকেল এর আগে আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে গম্ভীরের সঙ্গে কাজ করেছিলেন। গম্ভীরই মরকেলের নাম বিসিসিআইয়ের কাছে প্রস্তাব করেছিলেন বলেও জানা গেছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়